সাহিদুর রহমান সুহেল। বার্মিংহাম, ইংল্যান্ড। ১৫ ফেব্রুয়ারি ২০১৭।

তৃতীয় বারের মতো মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্মলহিতে পার্কে একুশের প্রথম প্রহরে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১৩-ই ফেব্রুয়ারি স্থানীয় মিষ্টিদেশে বেলা ১ টায় স্থায়ী শহিদ মিনারের বাস্তবায়ন পরিষদের সদস্য কমরেড মাসুদ আহমেদের সভাপত্বিতে এবং এম এ মুন্তাকিমের পরিচালনায় বার্মিংহাম কমিউনিটির সর্বস্তরের কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷

মতবিনিময় সভায় প্রবাসী নেতৃবৃন্ধ স্থায়ী শহীদ মিনার বাস্তবায়নে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় তারা বলেন, বর্তমানে প্রায় ৭২ হাজার বাঙালির বসবাসের শহরে ১৯৭১ সালের ২৮ শে মার্চের স্মলহিত পার্ক যে তাৎপর্য বহন করছে। এ জায়গায় স্থায়ী শহীদ বেদি নির্মাণ করা হলে এটি প্রজন্ম থেকে প্রজন্মরা শেকড়ের ঘ্রান পাবে৷ নেতৃবৃন্ধরা অতীতের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মত ব্যক্ত করতে গিয়ে বলেন এই মুহূর্তে খোলা মাঠে শহীদ মিনার সময়ের দাবী এবং কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠীর আগামী স্থায়ী শহীদ মিনার মুক্ত হয়ে সার্বজনীন ভাবে বার্মিংহামের মুক্তিযুদ্ধের চেতনায়ন বিশ্বাসী প্রতিটি হাতের ছুয়ায় দীর্ঘদিনের লালিত এ স্বপ্ন পূরণের আহবান করেন৷

মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন আব্দুল লতিফ জেপি, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, তফজ্জুল হোসেন চোধুরী, কবির উদ্দিন, সৈয়দ জমশেদ আলী, জমসেদ আলী, মহম্মদ আনহার আলী, বাংলাপ্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডসের সহ-সভাপতি কায়সারুল ইসলাম সুমন, কবির উদ্দিন(ব্যবসায়ী), রানা মিয়া চোধুরী, মহম্মদ চোধুরী সুইট, সোহেল আহমেদ চোধুরী, সৈয়দ লুৎফুর রহমান ও সাহিদুর রহমান সুহেল প্রমুখ৷