দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ফুটবল একাডেমি। যার বেশিরভাগই ব্যক্তিগত উদ্যোগে গড়া। এমন প্রায় দুইশ’ একাডেমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তালিকাভুক্ত। সেই একাডেমিগুলোকে নিয়েই এবার প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের একটি টুর্নামেন্ট আয়োজন করেছে বাফুফে। যার নামকরণ হয়েছে বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে আর্থিক পৃষ্ঠপোষকতা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বাফুফের এই একাডেমিক কাপে সিলেট জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিয়ানীবাজারের জলঢুপ স্পোর্টস একাডেমি। সারাদেশের ১২টি একাডেমিকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাফুফে একাডেমিক কাপের চূড়ান্ত পর্যায়। ১৪ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ এবং ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচ খেলবে জলঢুপ স্পোর্টস একাডেমি। এ কারণে আজ ১২ ফেব্রুয়ারি রাতেই ঢাকায় রওয়ানা দিচ্ছেন একাডেমির ফুটবলারসহ সংশ্লিষ্টরা।

এদিকে, দেশের ১২টি একাডেমির মধ্যে জলঢুপ স্পোর্টস একাডেমি স্থান করে নেয়ায় এবং জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশায় রবিবার সন্ধ্যায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় জলঢুপ স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা জামাল আহমদ সর্বস্তরের বিয়ানীবাজার তথা সিলেটবাসীর আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সবুজ আহমদের সঞ্চালনায় ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জালাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আলী রেজা, বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খছরুল হক, ইউপি চেয়ারম্যান তুতিউর রহমান তোতা ও দেলোয়ার হোসেন, হাফিজ আব্দুল বারী, আমির হোসেন, সাবেক ফুটবলার সাহাব উদ্দিন, আনোয়ার হোসেন, মন্তাজিম আহমদসহ একাডেমির খেলোয়াড়বৃন্দ।

আলোচনা সভা শেষে বাফুফের একাডেমিক কাপে সিলেট জেলার মধ্যে প্রতিনিধিত্বকারী দল হিসেবে যেন চ্যাম্পিয়ন হতে পারে সেজন্য মোনাজাত অনুষ্ঠিত হয়।