করাচি স্টেডিয়ামের উন্নয়ন কাজ চলছে। এর মধ্যেই স্টেডিয়ামটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে নিরাপত্তাজনিত কারণে গ্যালারিতে দর্শক থাকবে না বলে জানানো হয়। তোপের মুখে ওই টেস্টটি করাচি থেকে রাওয়ালপিন্ডিতে সরিয়ে নেওয়া হয়েছে।
দর্শক ছাড়া করাচি টেস্ট আয়োজনকে ‘কৌতুক’ বলে অভিহিত করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল, ‘আপনারা জানেন, দ্বিতীয় টেস্ট করাচিতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য স্টেডিয়ামটিতে উন্নয়ন কাজ চলছে। ওই ভেন্যুতে দর্শক শূন্য গ্যালারিতে টেস্ট আয়োজন করা একটি আন্তর্জাতিক কৌতুক।’
আকমল জানান, পিসিবির হাতে অনেকগুলো বিকল্প আছে। তিনি মুলতানকে ভেন্যু করার পরামর্শ দেন। শেষ পর্যন্ত প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টও রাওয়ালপিন্ডিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করে ভেন্যু পরিবর্তন করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে পিসিবি, ‘আমরা নির্মাণ কাজের সঙ্গে সম্পৃক্ত বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তারা পরামর্শ দিয়েছেন, যেহেতু খেলার সময় নির্মাণ কাজ চলবে এবং অনেক শব্দ হবে। এতে ক্রিকেটারদের মনোযোগ বিঘ্ন হতে পারে। এছাড়া অতিরিক্ত ধুলা-বালি খেলোয়াড়, কোচ-কর্মকর্তা ও সাংবাদিকদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে।’
পিসিবি জানিয়েছে, ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে নির্মাণ কাজ বন্ধ করার উপায় নেই। যে কারণে করাচি থেকে টেস্টটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং দুই টেস্টই রাওয়ালপিন্ডিতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট প্রথম টেস্ট খেলতে নামবে। দ্বিতীয় টেস্ট ৩০ আগস্ট শুরু হবে।