গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন কুশিয়ারা নদীর উপর বহরগ্রাম-শিকপুর সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। ১৪০ কোটি টাকার বেশি অর্থ ব্যয়ে সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকৌশল বিভাগ। ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হবে।
বিয়ানীবাজার মাথিউরা বহরগ্রাম শিকপুর আমনিয়া সড়কের সংযোগ কুশিয়ারা নদীর উপর নির্মিতব্য এ সেতুর মূল কাঠামোর দৈর্ঘ থাকবে ৮৩৮ মিটার প্রস্থ ৮ মিটার এবং এপ্রোচ সড়কের দের্ঘ থাকবে ১ হাজার ১৬৫ মিটার। নদীর বিপৎসীমা থেকে সেতুর মূল স্পেনের উচ্চতা থাকবে ৫০ ফুট। সেতুর নির্মাণ কাজের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়োগ করেছে এমবিএল এসইএল জেভি নামের ঢাকার একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি সেতু নির্মাণ কাজ শুরুর কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠান গত জুন মাস থেকে কাজ শুরু করেছে।
জায়গা অধিগ্রহণসহ সম্ভাব্য সকল কাজ বিগত সরকারের সময় সম্পন্ন হয়েছে। এরই মধ্যে সেতুর মূল কাঠামো ও এপ্রোচ সড়কের নিশ্চিতকরণ লাল ফ্লাগ স্থাপন করা হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের কাজের গতি দেখে স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষের যাতায়াত দুর্ভোগ কমে আসবে…
২০১০ সালে তৎক্ষালীন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কুশিয়ারা নদীর বহরগ্রাম-শিকপুর সেতু নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। ঘোষণার এক যুগ পর সেতু নির্মাণ কাজ অনুমোদন ও বাস্তবায়ন শুরু হওয়ায় খুশি দুই উপজেলার লাখো মানুষ