আনন্দ-আড্ডা, গান, কবিতা আর হরেক রকমের খেলাধুলায় প্যারিসে ‘ঈদ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জুন) ঈদের দিন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বিকাল ৩ টায় প্যারিসের জুরেস পার্কে এ ঈদ উৎসবের আয়োজন করা হয়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এ উৎসবটি ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।
উৎসবে ঈদের রকমারি পিঠা, দুপুরের খাবারসহ ছিল শিশুদের খেলাধুলা ও মহিলাদের বিভিন্ন ইভেন্ট। এছাড়া ছিল অতিথি পরিচয় পর্ব, রাফেল ড্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।


পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত এ ঈদ উৎসবে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।

আয়োজক কমিটির অন্যতম আবদুল্লাহ আল তায়েফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের ডিফেন্স এটাসে দায়িত্বরত বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু, বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের হেড অব চ্যান্সারি ওয়ালিদ বিন কাসিম, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন কয়েস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ, শাহজালাল স্পোর্টিং ক্লাব ফ্রান্সের সভাপতি ফয়ছল উদ্দিন, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন, আলী আহমদ জুবের ও সাইদ সাইদুল প্রমুখ।

এছাড়া ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির অন্যতম সদস্য আবদুল্লাহ আল তায়েফ জানান, পরবাসে সবার সাথে একত্রে ঈদের খুশি ভাগাভাগি করতেই মূলত এই ঈদ উৎসবের আয়োজন। তিনি বলেন, কেবল প্যারিস নয় প্যারিসের বাইরে বিভিন্ন শহর থেকে থেকে প্রবাসী বাংলাদেশিরা এ উৎসবে এসে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি খন্দকার এম তালহা বলেন- কুরবানী ঈদের তাৎপর্যকে আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে। প্রবাসীদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উৎসবে রাষ্ট্রদূত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন পাশাপাশি শিশুদের সাথে বেশ কিছু সময় কাটান।