বড়লেখায় মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা থানা পুলিশ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থানা সভাকক্ষে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)। এতে সভাপতিত্ব করেন বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি একেএম হেলাল উদ্দিন ছাড়াও বড়লেখা থানার সকল ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সেক্রেটারীসহ জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে সকলের বক্তব্য শুনে তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।

আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা শেষে থানায় কর্মরত সকল অফিসার ফোর্সদের সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং করেন পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)। এ সময় তিনি আসন্ন নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে সকল পুলিশ সদস্যদের প্রতি গুরুত্বপূর্ণ ও দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।