সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে হানাদার পাকিস্তানীদের পরাজিত করে অর্জিত হয়েছে স্বাধীনতা। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ৬ দফা, উনোসত্তুরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং একাত্তরে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়ার মাধ্যমে বঙ্গবন্ধু আমাদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীনতা এনে দিয়েছেন। যারা পাকিস্তান চেয়েছে তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল । বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই সোনার বাংলা হয়ে যেতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন। দেশে শিক্ষার হার বেড়েছে, দারিদ্রের হার কমছে এবং অর্থনীতি সহ সকল ক্ষেত্রে উন্নয়নের পথে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে । ২০৪১ সালের উন্নত বাংলাদেশের লক্ষ্যে অর্জনে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থা থেকে কাজ করে যেতে হবে।’
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও ইতিহাস বর্ণনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নানের সভাপতিত্বে এবং প্রভাষক শহিদুল ইসলাম এর পরিচালনায় ও ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর সাফি চৌধুরী এলিম, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক, বীর মুক্তিযোদ্ধা ডা. রঞ্জিত কুমার দে, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান।
এসময় শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্যে রাখেন- ফারহান সাদিক মুহাজ ও বর্ণালী মালাকার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার জারিন তাসনিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, আব্দুল জলিল, নকুল রাম মালাকার, সেলিম আহমদ, কামরুজ্জামান, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ দেব নাথ, প্রভাষক লুৎফুর রহমান, আলমগীর ইমানী, শিক্ষক সুলতান আহমদ, বিধান পাল, কাজল কান্তি দাস, শাহ আলম, তাজুল ইসলাম, নাসিমা বেগম, সাবেক গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, উপজেলা মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর।
পরে দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি মান্নান এর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান এর স্বাগত বক্তব্যে মাধ্যমে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সিলেট খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ খায়ের উদ্দিন মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর সাফি চৌধুরী এলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌতম পাল, বাঘা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ প্রমুখ।
পরে বিকেল ৩টায় উপজেলার সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা বিষয়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন তিনি।