গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জবাজারে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও অসহায় দুই শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। ফ্রেন্ডস অফ আর্ন এন লিভ লন্ডনের অর্থায়নে ও আর্ন এন লিভ সিলেটের উদ্যোগে শনিবার সকালে আছিরগঞ্জ ফিজিওথেরাপি সেন্টারে আনুষ্ঠানিকভাবে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার ১১ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও স্থানীয় এলাকার দুই অসহায় শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
এলাকার প্রবীণ মুরব্বি যুক্তরাজ্য প্রবাসী মুমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন।

আর্ন এন লিভ এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক পরিচালনায় ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রাসেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ এমরুল, আবু জাফর, সাংবাদিক এম হাসানুল হক উজ্জ্বল, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহরিয়ার হোসেন ইমন।
প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন বলেন, অনেক প্রতিবন্ধকতার মধ্যে আমাদের প্রবাসীরা দেশের প্রতি খুবই আন্তরিক যা তাদের কাজের মধ্যে প্রকাশ পায়।
হুইল চেয়ার পেয়ে উচ্চসিত উপকারভোগীরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য ছালেহা বেগম, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তুরণ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক জাহিদ আহমদ, আর্ন এন লিভ এর সদস্য মো সাইদ, ছাদিক, রাহিম,মাহি, রুহিত ও তুহিনসহ আরো অনেকে।