ফ্রান্সে অনুষ্ঠিত ইয়াকুব,আইয়ুব,ওমর ২য় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিয়ানীবাজার উপজেলা স্পোর্টিং ক্লাব ,প্যারিস।
রবিবার প্যারিসের অদূরে লাকর্নব মাঠে ইলেভেন ষ্টার ফুটবল ক্লাব,প্যারিসকে ২-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা জিতে বিয়ানীবাজারে অপ্রতিরোধ্য এই দলটি।

প্রবাসের শতশত দর্শকদের উপস্থিতে টান টান উত্তেজনাপূর্ন ম্যাচে দ্বিতীয়ার্ধে বিয়ানীবাজার দলের ফয়ছল ও রায়হানের দুর্দান্ত গোলে এগিয়ে থাকা বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব নির্ধারিত সময় শেষ করে তাদের করা ২ গোলে এগিয়ে থেকে।

বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবকে উৎসাহ দিতে মাঠে জড়ো হয়েছিলে বিয়ানীবাজার উপজেলার কমিউনিটি শতশত দর্শক ও কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। ফাইনালিস্ট দলের জার্সি স্পন্সর করেন মিনহা গ্রুপের চেয়ারম্যান ও ফ্রান্স বাংলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি হাসান শাহ।

টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে দুর্দান্ত খেলা ও সার্বিক সহযোগিতার জন্য দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, পৃষ্ঠপোষক, দর্শক, সমর্থক ও সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন টিম ম্যানেজার আবু তাহের সাজু।