ফ্রান্সে অবস্থানরত জকিগঞ্জবাসীর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের ঐক্য আরও দৃঢ় করার প্রত্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল জকিগঞ্জ ঐক্য পরিষদ,ফ্রান্সের বার্ষিক বনভোজন ও আনন্দ মেলা।
রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে মোড়া সবুজে আচ্ছাদিত লাকর্নব পার্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় এই বনভোজন ও মিলনমেলার।
হিমেল হাওয়া, প্রকৃতির নির্মল সান্নিধ্যে এবং প্রবাসের ব্যস্ত সময়ে প্রিয়জনদের পাশে সময় কাটাতে পেরে উৎফুল্ল ছিলেন অংশগ্রহণকারীরা।
বিকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানমালায় ছিল খেলাধুলা, প্রীতিভোজ, আলোচনা ও পুরস্কার বিতরণ। আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হন আমন্ত্রিত স্বজনরাও। শিশু-কিশোরদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
সন্ধ্যায় সংগঠনের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে পুরষ্কার বিতরন ও সংক্ষিপ্ত আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের উপদেষ্টা ও এসোসিয়েশন সিকানো বাঙ্গালীর সভাপতি সরফ সদিউল, মিনহা গ্রুপের চেয়ারম্যান হাসান শাহ্, আয়োজক সংগঠনের সাবেক সভাপতি সাহেদ আহমদ, সহসভাপতি কয়েছ আহমদ, জালালাবাদ এসোসিয়েশনের সহসভাপতি লুলু আহমদ,ফ্রান্স বাংলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হক রুবেল, সহ সভাপতি আব্দুল কাদির, কালাইউরা একতা ফাউন্ডেশন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, গোলাপগঞ্জ ক্রীড়া সংস্থার সভাপতি জসিম উদ্দিন গিয়াস, সমাজকর্মী সাহেদ আহমদ, জকিগঞ্জ ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, প্রচার সম্পাদক জাফরান হোসেন, প্রমুখ।
সবার স্বতঃস্ফূর্ত ও আন্তরিক সহযোগিতায় স্বদেশীয় আবেগ, অনুভূতি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠানস্থল পরিণত হয়েছিল এক টুকরো জকিগঞ্জে। পরে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজনের কার্যক্রম শেষ হয়।