আরেকটি বসন্তের প্রত্যাশা বাড়াবাড়ি নয়;
সবে ফুটতে শুরু করেছে পলাশ। শিমুল শাখায় লাল ফুলের মুঞ্জুরি
জোড় বুলবুলির খুনসুটি দেখে মনে স্বাদ জাগতেই পারে!
আরেকটি বসন্তের জন্ম দিতে পারলেই
কেবল আরেকটি ফাগুনের জন্ম হবে।

লাল রঙে যেদিন মান্দার সেজেছিলো
সেদিন তার গায়েও ছিল কাঁটা
তবুও- মান্দারের রঙ্গিন ডগায় ডুব দেয় জোড় শালিক
কৌতুহলী বুলবুলিদের তর সয় না!

রাঙা প্রভাতে এক ঝাঁক মৌমাছি-
বর্ণিল সাজের প্রজাপতি-ঘাস ফড়িং
জড়ো হয় খোলা আঙ্গিনায়।

আরেকটি বসন্তের জন্মদিতে শালিক-বুলবুলিরা কোরাস তুলে