মাটিজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্যপ্রয়াত প্রধান শিক্ষক মো. ছালেহ আহমদের পরিবারের পাশে দাড়িয়েছে বিয়ানীবাজারের প্রাথমিক শিক্ষক সমাজ। শিক্ষক সমাজের পক্ষ থেকে প্রয়াত শিক্ষকের পরিবারের কাছে সহায়তার টাকা ( এক লক্ষ পঁচিশ হাজার দুইশ টাকা ) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে । পরিবারের পক্ষে টাকা গ্রহণ করেন ছালেহ আহমদের ছেলে সাহান আহমদ ।
বুধবার (১১ ডিসেম্বর) বেলা ২টায় নিদনপুর সুপাতলা সরকাির প্রাথিমক বিদ্যালয়ে প্রয়াত ছালেহ আহমদের স্মরণে শোকসভায় প্রধান শিক্ষক খালেদ সাইফুদ্দীন জাফরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটু কুমার দে । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম ।
প্রধান শিক্ষক সুলেমান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বিমল পাল, ফৌজিয়া সুলতানা লোদী, আবুল হোসেন চৌধুরী, মাসুদ আহমদ প্রমুখ ।
সভা শেষে ছালেহ আহমদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন । সভায় শিক্ষক সমাজের সহায়তায় টাকা হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলার মাটিজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমদ গত ২৮ নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন ।