বিয়ানীবাজার পৌরশহরের প্রধান সড়ক থেকে লিংক রোড- সবগুলো সড়ক পাকাকরণ হলেও জরাজীর্ণ এবং অপ্রসস্থ ছিল ইনার কলেজ রোড। গত পৌর পরিষদ কয়েকবার ইনার কলেজ রোডের সংস্কারের উদ্যোগ নিলেও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমান পরিষদের দেড় বছরের মধ্যে প্রায় ২০ ফুট প্রসস্থ রোডে রূপ লাভ করছে ইনার কলেজ রোড। আই-ইউ-আই-ডিপি-২ প্রজেক্টের আওতায় এ উন্নয়ন কাজে ব্যয় হবে ৭৮ লাখ টাকার বেশি।
পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, সড়কের উভয় পাশে তিন ফুট প্রস্থের ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। ১৭০ মিটার দৈর্ঘ ড্রেন ও সড়ক সংস্কার এবং উন্নয়ন কাজের জন্য পৌরসভা ঠিকাদার নিযোগ করেছে মেসার্স সাব এন্টারপ্রাজকে। এ ঠিকাদার প্রতিষ্ঠান ৯০ দিনের মধ্যে সড়ক সংস্কার ও উন্নয়ন কাজ শেষ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা রাখতে ইনার কলেজ রোডের সংস্কার কাজের ব্যয়, ঠিকাদার প্রতিষ্ঠানসহ ইনার কলেজ রোডের উন্নয়ন কাজের যাবতীয় বিষয় উল্লেখ করে সাইন বোর্ড টানানো হয়েছে। এতে সহজেই ইনার কলেজ রোডের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দাসহ পথচারিরা কাজের বিস্তারীত বিবরণ জানার সুযোগ হয়েছে।
শুক্রবার সড়ক সংস্কার, উন্নয়ন ও ড্রেনেজ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক। এ সময় তাঁর সাথে ছিলেন স্থানীয় কাউন্সিলর এহসানুল ইসলাম। মেয়র বলেন, স্বচ্ছতার মাধ্যমে যতটুকু উন্নয়ন কাজ তার সময়ে করা সম্ভব তিনি তাই করবেন। জনগণের কাছে কাজের ব্যয় ও মান নিয়ে কোন ধুম্রজাল তৈরী হবে না। ইনার কলেজ রোডের কাজ দ্রুত শেষ করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া সহ তিনি ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।