দেশের বৃহত্তম হাওর চলনবিলের যে প্রক্রিয়ায় কৃষকরা বিনা চাষে রসুন আবাদ করেন সে প্রক্রিয়ায় সিলেটের বিয়ানীবাজারে বিনা চাষে রসুন আবাদ শুরু করেছে উপজেলা কৃষি অফিস। প্রদর্শনির মাধ্যমে উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার একের অধিক প্রান্তিক চাষিদের মাধ্যমে পতিত ও অনাবাদি জমিতে রসুন আবাদ প্রক্রিয়ার কার্যক্রম মাঠ পর্যায়ের প্রদর্শনিতে অংশ নেন কৃষি অফিসের সকল দায়িত্বশীলরা।
মাথিউরা ইউনিয়নের পুর্বপাড় এলাকার এনামুল হক ফয়েজীর রসুন চাষের প্রদর্শনিতে বীজ বপনের উদ্বোধন এবং একই সাথে কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ের প্রশিক্ষণও সম্পন্ন হয়। দায়িত্বশীলরা জানান, বিনা চাষে দেশের চলনবিল একালার কৃষকরা যে পদ্ধতি অনুস্মরণ করছেন বিয়ানীবাজারেও সে পদ্ধতিতে চাষ শুরু হয়েছে।
![](https://beanibazarnews24.com/wp-content/uploads/2023/07/1st-Aide-Rezu-2.jpg)
বিয়ানীবাজারে এর পূর্বে রসুন চাষ করা হয়নি জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, বিনা চাষে রসুন আবাদের ফলে কৃষকদের চাষসহ অনেক খরচ কমে আসে।
রসুন আবাদ করতে সব ধরনের সহযোগিতা কৃষি অফিস করছে উপ কৃষি প্রকৌশলী শিপন আলী বলেন, এটি পতিত জমি ছিল। এ জমিতে সঠিক প্রক্রিয়ায় চাষ করলে কৃষক লাভবান হবেন এবং কম খরচে অধিক ফলন উত্তোলন সম্ভব।
রসুন বপনের এক সপ্তাহের মধ্যে চারা গজাবে জানিয়ে তিনি বলেন, এসব জমিতে সেচের প্রয়োজন হয় না।
উপজেলা কৃষি অফিসের মাধ্যমে রসুন প্রদর্শনি পেয়ে উৎফুল্ল কৃষক এনামুল হক ফয়েজী বলেন, আমাদের এলাকায় সব ধরনের ফসল আবাদের জন্য উৎকৃষ্ট মাটি আছে। অন্যরা রসুন আবাদের উৎসাহিত হলে সব ধরনের সহযোগিতা করবো।
দেশে দিন দিন হ্রাস পাচ্ছে কৃষি জমি। এ অবস্থায় পতিত ও অনাবাদি জমিকে বহুমূখী ব্যবহারের আওতায় নিয়ে আসতে কাজ করছে কৃষি মন্ত্রণালয়। এ প্রক্রিয়ার অংশ হিসাবেব বিয়ানীবাজারের পতিত ও অনাবাদি জমিতে প্রথমবারের মতো চাষশুরু হয়েছে রসুনের।