বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে ফ্রান্সের প্যারিসে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবিবার বিকালে গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাব ফ্রান্সের উদ্যোগে প্যারিসের সেইন্ট ডেনিসের একটি হলে এ পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে উৎসবমুখর এ উৎসবে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হরেকরকম পিঠার দেখা মেলে। বিশেষ করে জিরা পিঠা, ভাপা পুলি, নকশি, বিস্কুট পিঠা, চিতই, পাঠিসাপটা, পলি পিঠা, ডালের পিঠা ও তালের পিঠাসহ নানা রকমের পিঠার স্বাদ নেন আগত সকলেই।

উৎসব উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউরোপ সফররত গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বাংলাদেশ যুব মহিলালীগ সিলেট জেলা সভাপতি নাজিরা বেগম শিলা।

ক্লাবের সম্পাদক কামরুল ইসলাম ও সাইদ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের সভাপতি আব্দুল মালিক মানিক, ক্লাবের উপদেষ্টা গৌছ উদ্দিন, বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ড ফ্রান্সের সভাপতি আমিনুর রহমান আমিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফ্রান্সের সভাপতি মাহবুবুল হক কয়েছ, লিগ্যাল এইডের কর্নধার আজাদ মিয়া, ফ্রান্স মহানগর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন, রাজনগর সমাজকল্যাণ সমিতি ফ্রান্সের সভাপতি সেলিম ওয়াদা সেলু, বাঘিরঘাট ট্রাস্ট ফ্রান্সের সভাপতি আলতাফুর রহমান, সংগঠনের উপদেষ্টা সেলিম আহমদ, ইউথ ক্লাব ফ্রান্সের উপদেষ্টা শরফ উদ্দিন স্বপন,বৃহত্তর বাদেপাশা সোস্যাল ট্রাস্ট ফ্রান্সের সভাপতি শাহ আলম,ব্যবসায়ী হাজি কাওসার আহমদ ও সিলেট শাহজালাল স্পোটিং ক্লাবের সভাপতি ফয়সল উদ্দিন।

আয়োজক সংগঠনের ভূয়সী প্রশংসা করে অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ বাঙলি সংস্কৃতিকে লালনের পাশাপাশি আমাদের দেশীয় ঐতিহ্যকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এরকম ব্যতিক্রমী আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

উৎসবে পিঠা নিয়ে অংশগ্রহণকারী সকল মহিলাদেরকে সংগঠনের পক্ষ থেকে পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফ্রান্সের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যায় সুরের মূর্চ্ছনার মেতে উঠেন সবাই।