বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে গোপালগঞ্জ জেলা সমিতি ফ্রান্সের ২০২২-২০২৪ সালের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার বিকালে প্যারিসের ক্যাথসিমাস্থ কুটুমবাড়ি রেস্টুরেন্টে আয়োজিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় বিপুল সংখ্যক গোপালগঞ্জের প্রবাসীরা উপস্থিত ছিলেন।

শেখ ইসকান্দর আলী’র সভাপতিত্বে ও সাজ্জাদ হোসেন সাবুর পরিচালনায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাসিবুল হাসান, বদর আলী, শেখ ইমদাদুল হক রিপন, আওরঙ্গ জেব ও জহির মোল্লা প্রমুখ।

সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে শেখ মোহাম্মদ আয়াতুল্লাহকে সভাপতি, মোহাম্মদ আওরঙ্গ জেবকে সাধারণ সম্পাদক, জেকি খানকে সাংগঠনিক সম্পাদক এবং বদর আলীকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এ সময় নবগঠিত পর্ষদের সকলেই ফ্রান্সে বসবাসরত গোপালগঞ্জের প্রবাসীদের সকল সমস্যা সমাধানে কাজ করার অঙ্গিকার করেন।

‌মেয়ে শিক্ষার্থীদের জন্য বিয়ানীবাজারের শিক্ষা প্রতিষ্ঠানে গার্লস ফ্যাসিলিটিজ রুম স্থাপন