ফ্রান্সে স্তা মিউনিসিপালিটির কাউন্সিলর ও অফিওরা’র প্রেসিডেন্ট কৌশিক রাব্বানী খান ও তার টিমের পরিচালনায় আরেকটি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে ।


‘আভেক রাব্বানী প্রফেশনাল সার্ভিস সেন্টার’ নামে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের সেবা দেয়ার লক্ষ্যে অত্যাধুনিক এই কার্যালয়টি অফিওরা কার্যালয়ের একই বিল্ডিংয়ে করা হয়েছে।

ওভারভিলিয়ে ক্যাথসীমা এলাকায় এই প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষ্যে এক কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রধান কৌশিক রাব্বানী খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অনুবাদক ফিলিপ বেনুয়া, ফ্রসে আভেক রাব্বানী প্রতিষ্ঠানের শিক্ষক ম্যাডাম মেথিলমান, কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী,সিনিয়র সাংবাদিক অধ্যাপক অপু আলম, জিএমজি কার্গো ফ্রান্সের প্রধান দাতো এবাদত হোসেন, অজয় দাস, ফ্রান্স বাংলাদেশ কালচারাল ফোরামের সভাপতি শাহ আলম মায়া, অনলাইন এক্টিভিস্ট আরিফ খান রানা রাজ, বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট শিল্পপতি রাসেদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন রাব্বানী খানের পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব ফারুক খান ও মা ইয়াসমিন খানম।

অনুষ্ঠানের সঞ্চালক রাব্বানী খান বলেন, ২০১৩ সালে ভাষা ফ্রেন্স ভাষা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ফ্রসে আভেক রাব্বানী মুলত একটি ট্যাক্সি ফোনের দোকান থেকে শুরু হয়ে বর্তমানে বিশাল এক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। পরে অফিওরা নাম করণ করে ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটিকে সেবা দিয়ে আসছে। বর্তমানে ফ্রসে আভেক রাব্বানীর অফিওরার দুইটি অফিস রয়েছে একটি প্যারিসে অবস্থিত। সেটাতে আফগানিস্থান,পাকিস্থান আফ্রিকানসহ বিভিন্ন দেশের অভিবাসীদের সেবা দিচ্ছে। অফিওউরা একটি এসোসিয়েশন। আর অর্থনৈতিক সাপোর্ট দেয়ার লক্ষ্যে আভেক রাব্বানী প্রফেশনাল সার্ভিস প্রতিষ্ঠানটি দাড় করানো হয়েছে, এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আছেন, আরো ৪জন যারা ফ্রসে আভেক রাব্বানীর সাথে শুরু থেকে জড়িত ছিলেন। তারা হলেন মিলন,আহমেদ সুমন,জাহিদ,আমিন।
রাব্বানী খান, আরো বলেন,তার এই অবস্থানের জন্য তার বাবা, ফারুক খান, মা ইয়াসমিন খানম, স্ত্রী সানজিদা দেওয়ান এবং তার পুরো টিমের সহযোগিতা ছিল অপরিসীম।

বিজ্ঞাপন