বিয়ানীবাজারের পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা শব্বির আহমদ খান ও অফিস সহায়ক মোহাম্মদ আলীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় হল রুমে আয়োজিত এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিতদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.আলী আহমদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রব, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হেকিম ও বিয়ানীবাজার সামাজিক সংস্থা কানাডার সভাপতি আব্দুল মুমিত।

অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির আহমদ, আব্দুল আহাদ, মো.নুরআলম ও মো.হুমায়ন কবির ।

বিদায়ী শিক্ষক মাওলানা শাব্বির আহমদ খান ও অফিস সহকারি মোহাম্মদ আলীর কর্ম জীবনের স্মৃতিচারণ করেন অতিথিরা।…..

বিদায় বেলায় নিজ শিক্ষা প্রতিষ্ঠানের এমন আয়োজনে মুগ্ধ সংবর্ধিতরা শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন…

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন ইশতিয়াক আহমদ তুহিন ও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন পূর্নিমা রানী দাস,নুশরাত জাহান নৌশিন ও আশফাক আহমদ আবীর।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.সেলিম মিয়া,সেলিম আহমদ,মো.রফিক উদ্দিন, মাহবুব খান, সুফিয়ান আহমদ, লাকি বেগম,কুলসুমা বেগম,বিপ্লব চন্দ্র দাস, সাইফ উদ্দিন, মুখলেছুর রহমান সহ অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ।