কে বলেছে হৃদয়ের সিন্দুকে রাখতে বন্দি?
কে বলেছে মনের চিলেকোঠায় ক্যাপসুল করে পুরতে?
কে বলেছে ঝিনুকে মুক্তার মতো আগলাতে?
কে বলেছে? কে? কে?
শুনি তাদের নাম?
ভবনগরের মোড়
পন্নগ শাস্ত্রের চৌ পরিধি
কপি সারির ক্রসিং
সবুজ পাতার ব্রিজ
খ-ছোঁয়া ঘাট
সবেতে ধেই ধেই করে নেচে
আঁচল উড়িয়ে ভালোবাসতে!
আকাশকে সাক্ষী রেখে
শহরতলি জুড়ে জাঁকালো উৎসবে জানান দেবো ভালোবাসার।
শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে
দুঃসাহসী প্রেমকে জানান দেব।
ভীতু জনগণ হা হয়ে দেখবে,
হিংসে করবে নিজেদের;
মুখে কিন্তু বলবে, গেল গেল-
এই সব পাগলের জন্য সমাজটা গোল্লায় গেল।
অথচ নিজেদের মুখোশ খুলে, আমাদের মাঝেই নিজেদের খুঁজবে।
খুঁজবেই।
মিলিয়ে নিয়ো। শব হয় না ভালোবাসা।
সরব হয়।