বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের মাটিজুরায় সংবর্ধিত হয়েছেন ইসলামী ব্যক্তিত্ব মাও. মাশুকুদ্দীন বড়বাড়ি (হাফি.)। জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল (রহ.) এবং জামেয়া আশরাফিয়া ইসলামনগর মাটিজুরা এর মুহতামিম মনোনীত হওয়ায় বুধবার (২০ ডিসেম্বর) বিকালে বৃহত্তর মাটিজুরা গ্রামবাসীর পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. আব্দুস ছালাম মুক্তা, মধ্যপ্রাচ্য প্রবাসী আমির হোসেন ও মাটিজুরা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাকির আহমদ প্রমুখ।

উল্লেখ্য, জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল (রহ.) এবং জামেয়া আশরাফিয়া ইসলামনগর মাটিজুরা- দ্বীনী এ দুই শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মূলনীতির আলোকে ১৯৬১ সালের ৭ নভেম্বর মাটিজুরা গ্রামের সূর্যসন্তান প্রখ্যাত আলেম মরহুম আরিফ বিল্লাল আকবর আলী (রহ.) প্রতিষ্ঠা করেন।