বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির নবনির্বাচিত সভাপতি হিসেবে কামরুল ইসলাম নির্বাচিত হওয়ায় নিজ গ্রামে সংবর্ধিত হয়েছেন। মঙ্গলবার সামাজিক ও শিক্ষামূলক সংগঠন তিলপাড়া ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা প্রদান শেষে কামরুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিদের সম্মানে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
তিলপাড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছফর উদ্দিন ও তিলপাড়া ছাত্র কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদের যৌথ সঞ্চালনায় এবং সংস্থার সহ সভাপতি শেখ জুবের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মোহাম্মদ আমান উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, তিলপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান মরির ও কৃষি বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ছায়দুল ইসলাম, সমাজসেবক রোটারিয়ান ডা. আব্দুস সালাম মুক্তা, বিয়ানীবাজার উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, মাথিউরা ইউপির সাবেক সদস্য জাহেদ হোসেন ও হেলাল উদ্দিন, তিলপাড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নূর আহমদ জাহাঙ্গীর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবি টিভি ও বিয়ানীবাজার নিউজ২৪ এর সিনিয়র বার্তা সম্পাদক শহিদুল ইসলাম সাজু, মাটিজুরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাকির আহমদ, সংস্থার সহ সভাপতি রোমান আহমদ মুরাদ, মাছুম আহমদ, সাইদুল ইসলাম, তারেক আহমদ, সাইদুল হক এবং রেদওয়ান আহমদ, জহির আহমদ, রেজাউল করিম, আব্দুল গফুর, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
স্থানীয় তিলপাড়া গ্রামের প্রবাসীদের অর্থায়নে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠানে মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মুনাজাত করেন তিলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শফিকুর রহমান।