বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা ও নিদনপুর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল গত সোমবার ( ১ এপ্রিল) সিটির ওজন পার্কের আল-মদিনা পার্টি হলে অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি ও গ্রামের প্রবীণ মুরুব্বি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সাবুর সভাপতিত্বে ও তরুণ সংগঠক জুনেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসরত সুপাতলা ও নিদনপুর গ্রামের মুরুব্বী ও যুব সমাজের ব্যাপক উপস্থিত ছিল।
ইফতার পূর্বে গ্রামের প্রয়াত সকলের মাগফেরাত এবং দেশ ও প্রবাসের সকলের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় আগামীতে দুই গ্রামের প্রবাসীদের আরো সুসংগঠিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তারা বলেন, প্রবাসের গ্রামের বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি এবং বিপদে-আপদে একে অন্যের পাশে থাকার লক্ষ্যে সুসংগঠিত হওয়া সময়ের দাবি। এই লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে, যাতে করে দেশ ও প্রবাসে গ্ৰামের মানুষের কল্যাণে আমরা একসাথে কাজ করতে পারি।
সভায় রমজান পরবর্তী সময়ে আবারও একত্রে মিলিত হয়ে পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।