বিয়ানীবাজারের নালবহর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক বেলাল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন।

সহকারি শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক ইয়াকুব আলী, প্রবীণ মুরব্বি হাজী সফর উদ্দিন, হেক্সাস এডুকেশন বোর্ডের চেয়ারম্যান আব্দুল কাদির সুমন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মুহরি হাবিবুর রহমান, হেলাল উদ্দিন ও হোসেন আহমদ, ছাত্রনেতা আবুল হাসান মামুন।

এসময় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মাতৃভাষার তাৎপর্য নিয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফয়জুল হক নজমুল, প্রবীণ মুরব্বি হাজী আব্দুল মান্নান, কমর উদ্দিন, মুছব্বির আলী, আব্দুল লতিফ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুস ছালাম ও আতাউর রহমান, ব্যবসায়ী দুলাল আহমদ, মধ্যপ্রাচ্য প্রবাসী রুহেল আহমদ, সমাজসেবক নুরুল আলম, আকিল আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, বুধবার সকাল ১১টায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নালবহর সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলি খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন।

এসময় বিদ্যালয় এসএমসির সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।