কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়ার ২৭ ঘণ্টা পর হাফিজ সালমান আহমদের লাশ পাওয়া গেছে। শনিবার বেলা ৩টায় বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মুহাম্মদপুর এলাকার মাদরাসা খেওয়াঘাট এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। সালমান আঙ্গুরা মুহাম্মদপুর গ্রামের হাফিজ আব্দুল ফাত্তাহ’র ছেলে ও সিলেট জামেয়া দ্বীনিয়া মাদরাসার ছাত্র। ১৪ বছর বয়সী কিশোর সালমান সদ্য হিফজ সম্পন্ন বাড়িতে বেড়াতে আসেন। আজ শনিবার রাত ৮টা ২০ মিনিটে আঙ্গুরা মুহাম্মদপুর কেন্দ্রিয় জামে মসজিদে তার জানাযার নামাজ অনুষ্টিত হবে।
গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোসল করতে নেমে নিখোঁজ হন মাদ্রাসা শিক্ষার্থী সালমান। সন্ধ্যা পর্যন্ত সিলেট ফায়ার সাভিসের ডুবুরী ইউনিট সহ এলাকাবাসীর নদীর তলদেশে তল্লাশি চালিয়েও তার সন্ধান পাননি। পরে শনিবার সকাল ১১ টা থেকে খোঁজাখোজি করলে তার দেহ মিলেনি। অবশেষে বেলা ৩টায় ঘটনাস্থলের পাশে থেকে ডুবুরীরা সালমানের নিথর দেহটি উদ্ধার করেন।
এদিকে, বড় ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন আব্দুল ফাত্তাহ দম্পতি। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিকেলে শিশুটির বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তুফা মুন্না ও বিয়ানীবাজার থানার পুলিশ কর্মকর্তারা।