অনেক গল্প বলা হয়নি
ইচ্ছের গল্পেরা প্রতিনিয়ত তাড়া দেয়—যেন ঘুরিয়ে ফিরিয়ে তাদের কথা বলি
বলি বলি করে অনেক গল্পই অব্যক্ত থাকে। সময়ের পালা বদলে হারিয়ে যায়
নতুন করে জন্ম নেয়া গল্পরাও- এভাবে…
ধরণীর সব ইচ্ছের জানালায় ঘুরে বেড়ানোর সুপ্ত শখ
উঁকি দেয় গ্রিল ঠেলে। তোমার ডান হাতের ভেতর ওম খুঁজবে বাম হাত
স্বপ্নচোখে খুঁজবে নীল আকাশ।
গ্রিলের প্রতিবন্ধকতা বেধ করবে তোমার দূরদৃষ্টি
অফুরান সময়ে কোন ধূসর জানালার পাশে—আমার গল্পগুলো বলা হবে
—যদি বিকেলের সূর্য তাড়া না দেয়
—যদি সন্ধ্যার তারা তাড়িয়ে না দেয়
আর যদি প্রেম জোছনার দুধল রূপের সাথে আকাশের মিলন ঘটে
তাহলে হয়ত বলতে পারি—তোমাকে পাওয়ার আরেক গল্প
তুমি হারিয়ে গেলে সে গল্পও কী শুনবে?
—জানি শুনবে না
সে গল্পও থাকবে অব্যক্ত
জমা পড়বে ধূসর এ্যালবামে