জাতীয় দৈনিক যুগান্তরে সিলেট বিভাগের তিন জেলা ও সিলেট জেলার উপজেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর পত্রিকার নতুন কার্যালয়ে প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, স্টাফ রিপোর্টার মাহবুবর রহমান রিপন, আব্দুস রশীদ রেনু, আজমল খান, ফটো সাংবাদিক মামুন আহমদ।
এছাড়া প্রতিনিধি সভায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ এখলাসুর রহমান খোকন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি পীর মাহবুবুর রহমান, মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, বিশ্বনাথ প্রতিনিধি আশিক আলী, বালাগঞ্জ প্রতিনিধি শামীম আহমদ, ওসমানী নগর প্রতিনিধি জুবেল আহমদ সেকুল, ফেঞ্চুগঞ্জ জুয়েল আহমদ, গোলাপগঞ্জ হারিস আলী, বিয়ানীবাজার প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপন, জকিগঞ্জ প্রতিনিধি এম হাছিব তাফাদার ও শাবি প্রতিনিধি মেহেদী হাসান প্রমূখ।

সংগ্রাম সিংহ বলেন, যুগান্তর বিভাগীয় পর্যায়ে প্রথম সিলেট থেকে সফলতার অর্জন করে। অতীতের ধারাবাহিকতায় দেশের শীর্ষ স্থানীয় এ পত্রিকায় সততা ও নিষ্ঠার সাথে সকল প্রতিনিধিদের কাজ করা যাওয়া আহবান জানান।
মাহবুবুর রহমান রিপন জানান, দু’টি পাতা একটি কুঁড়ি বন্ধ হওয়ায় সিলেট বিভাগের যুগান্তর প্রতিনিধিদের প্রতিবেদন সারা বাংলাদেশ মানুষ পড়ার সুযোগ পাচ্ছে। তিনি আরো জানান এ পাতার সংবাদ শুধু সিলেট বিভাগের জন্য প্রকাশ করা হতো। তাছাড়া সকল প্রতিনিধি চাইলে আবারো এ বিভাগ খোলা হবে।
উল্লখ্যে এ মাসের শেষ দিকে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম।