সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনা চালক বিশ্বনাথের যুবক আমির আলী নিহত হয়েছেন। আজ শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। এতে লেগুনা ও বাসের প্রা ৩০জন যাত্রি আহত হন। আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত আমির আলী বিশ্বনাথ উপজেলার আলাপুর গ্রামের বাসিন্দা। শনিবার বিকেলে লালাবাজারের ফাসির গাছ নাম স্থানে বিপরীত দিক আসা বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাৎক্ষনিক তাদের নাম জানাযায়নি।

বিয়ানীবাজার সরকারি কলেজের ছাত্র আহমদ রুবেল মৌলভীবাজার যাওয়ার পথে দুর্ঘটনাটি দেখে কিছু ছবি তার ফেসবুক টাইম লাইনে আপ করেন। রুবেল ‘এতো মারাত্মক দুর্ঘটনা এর আগে দেখেননি’ বলে মন্তব্য করেন। বিয়ানীবাজার নিউজ ২৪কে রুবেল বলেন, দুর্ঘটনা দেখে মনে হয়েছে অনেক লোক হতাহত হয়েছেন। রক্তাক্ত মানুষদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এসময় সড়কের দুর্ঘটনাস্থের উভয় পাশে তীব্র যানজট দেখা দেয়।

স্থানীয় আহতদের উদ্ধার করলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় সনাক্ত করতে পারেননি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা খুব গুরুতর। তাদের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আহতদের মাথা ও হাতপায়ে জখম হয়েছে।