সিলেট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় স্বাস্থ্য সেবাকে সিলেট জেলা পুলিশের দোড় গোড়ায় পৌঁছে দিতে মঙ্গলবার ১৩ জুন সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম বিয়ানীবাজার থানায় কর্মরত সকল অফিসার-ফোর্সদের স্বাস্থ্য পরীক্ষা করে এবং জরুরী ওষুধ সরবরাহ করেন।

সিলেট জেলায় যোগদানের পর থেকেই জেলার পুলিশ সুপার সকল পুলিশ সদস্যদের সার্বিক মঙ্গলের দিকে জোরালো নজরদারি রেখেছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিভাগীয় পুলিশ হাসপাতালের একটি মেডিকেল টিম বিয়ানীবাজার থানার সকল অফিসার ফোর্সদের স্বাস্থ্য সেবা প্রদান করেন। পুলিশ সুপারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিয়ানীবাজার থানার সকল স্তরের অফিসার ফোর্সবৃন্দ।

সিলেট জেলাধীন সকল থানায় পর্যায়ক্রমে মেডিকেল টিমের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন