আমেরিকায় বসবাসরত বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের প্রবাসীদের নিয়ে প্রতিষ্ঠিত তিলপাড়া ইউনিয়ন এসোসিয়েশন ইউএসএর উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ মার্চ, রোববার সন্ধ্যায় ওজন পার্কের আব্দুল্লাহ বেনকুয়েট হলে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন তিলপাড়া ইউনিয়ন এসোসিয়েশন ইউএসএর সভাপতি মোহাম্মদ এফএইচ সোনার বালাই।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এটিএম তালহার সঞ্চালনায় ইফতারের পূর্বে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে তিলপাড়া ইউনিয়ন এসোসিয়েশন ইউএসএর দায়িত্বশীলবৃন্দ এবং বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় এসোসিয়েশনের দায়িত্বশীলরা বৃহত্তর তিলপাড়া ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করার পাশাপাশি কমিউনিটিতে পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।