বিয়ানীবাজারের তিলপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি ও পায়জামা বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী ইউনিয়নের ৩ টি মাদ্রাসায় ২৬ জন শিক্ষার্থীদের মাঝে এসব উপহার তোলে দেন তিলাপাড়া ইউনিয়ন সোস্যাল এন্ড এডুকেশনাল অর্গানাইজেশনের দায়িত্বশীলবৃন্দ।

বিতরণের মাদ্রাসাগুলো হলো জামেয়া আশরাফীয়া ইসলামনগর টুকা মাদ্রাসা , পিরেরচক হাফিজিয়া মাদ্রাসা ও দাসউরা হাফিজিয়া মাদ্রাসা। ধাপে ধাপে এ বিতরণ কার্যক্রম করেন সংগঠনের দায়িত্বশীল ওমর হোসাইন, আশরাফুল ইসলাম, কাসিম উদ্দিন, শাহিদুল ইসলাম কামরান, আল- মুহিন।

“মানবসেবা মানে সৃষ্টিকর্তার সেবা এ সেবার সর্বোচ্চ প্রচেষ্টায় আমরা” এই স্লোগানকে সামনে রেখে তিলাপাড়া ইউনিয়ন সোস্যাল এন্ড এডুকেশনাল অর্গানাইজেশন ২০১৮ সালে প্রতিষ্ঠত হয়। প্রতি বছরই এ সংগঠনটি ভিন্ন সেবামূলক কার্যক্রম করে আসছে। এবছর ও তার ব্যতিক্রমী কাজ করেছে এই সংগঠনটি।