বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী তানিমা আহমদ এর প্রতিষ্ঠান তনিমা হোমমেইড কেক যাত্রা শুরুর দু’বছর পূর্ণ করার পাশাপাশি ত্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বাড়িতে বসে কেক তৈরি করে বিক্রির পাশাপাশি তরুণীদের কেক তৈরি শিখানো এবং সনদ বিতরণ করছেন তনিমা। তার হাতে তৈরি কেক স্বাস্থ্যসম্মত ও মজাদার হওয়া অনলাইনে অল্পদিনে ব্যাপক সাড়া ফেলেছে।

এবার দুবছর পূর্তি উপলক্ষে তনিমা হোমমেইড কেক এর পক্ষ থেকে বিভিন্ন কেক আইটেমে ১৬ই জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত বিশেষ অফার প্রদান করা হয়েছে।

বেনটু কেক রেগুলারে ১০০ টাকা মূল্য ছাড়, জার কেক রেগুলার প্রাইস ৫০ টাকা মূল্য ছাড় এবং ড্রিম কেক ২৫০ এম এল বক্স বিক্রি হবে ২০০ টাকায়। তাছাড়া প্রতি ২ পাউন্ড ও তার থেকে বেশি কেক অডার করলে ৬ মাসের একটি মেম্বারশিপ কার্ড প্রদান করা হবে। কার্ডের মাধ্যমে পরবর্তী প্রতি পাউন্ড কেকে থাকবে ৫০ টাকা করে ছাড়৷

উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার এলাকার বাসিন্দা তনিমা কেক তৈরি ও বিক্রির মাধ্যমে ইতিমধ্যে একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা উঠেছেন। তার অনুপ্রেরণায় বিয়ানীবাজারের তরুণীরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠছেন।