জকিগঞ্জে ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মিলন আহমদ (৩২) কে গ্রেফতার করে পুলিশ। ছাত্রলীগের নেতা মিলন আহমদ জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের পীরনগর গ্রামের আব্দুল মালিকের ছেলে।
রবিবার ভোর রাতে থানা পুলিশের একটা দল গোপন সংবাদের ভিত্তিতে বিরশ্রী ইউপি এলাকা থেকে অভিযান চালিয়ে মিলন আহমদকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মিলন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা। তিনি বৈষম্যেবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, ডেবিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে। কোথাও কাউকে নাশকতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। পুলিশ তৎপর রয়েছে। গ্রেফতারকৃত মিলনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।