শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এই একটি সিনেমা তাকে ক্যারিয়ারের শীর্ষে নিয়ে গেছে।

এদিকে অভিনেত্রীর অভিনয় প্রসঙ্গে কথা না বলে তিনি অশ্লীল পোশাক পরেন বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এবার সেই বিষয়ে কথা বললেন ইধিকা।

অভিনেত্রী বলেন, উনাকে (ডিপজল) সিনেমার লর্ড বলা হয়। উনিতো অলরেডি একজন বড় মাপের মানুষ। উনাকেতো আমার আলাদা করে বলার কিছু নেই। আমিতো সদ্য ইন্ডাস্ট্রিতে এসেছি। আমার যতদূর ধারণা যে উনি আমাকে বলেছেন যে আমি অশ্লীল পোশাক আশাক পরি। উনার কাছে আমার একটা প্রশ্ন আছে, অশ্লীল কোনটা?

ইধিকা পাল বলেন, এখন পর্যন্ত আমার যে কটা কাজ আছে, করা হয়েছে; সেখানে কোথাও অশ্লীলতা আছে বলে আমার মনে হয়নি।

ইধিকা যোগ করে বলেন, উনি আমার থেকে অনেক সিনিয়র, উনার কাছ থেকে এমন প্রশ্ন আশা করিনি। অশ্লীল শুধু পোশাক-আশাকই হয় না, অশ্লীল মানুষের আচরণও হয়। আর সামাজিক যোগাযাগমাধ্যমে একটি মেয়ের পোশাক-আশাক নিয়ে মন্তব্য করা আমার মনে হয় অশ্লীল আচরণ, আমার পোশাক নয়।

জি বাংলার জনপ্রিয় রিমলির হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ইধিকার। পরবর্তীতে জি বাংলারই আরো একটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করেন তিনি। ২০২০ সালে টেলিভিশন ক্যারিয়ার শুরু করে মাত্র ৩ বছরের মাথায় বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন এ অভিনেত্রী।