বিশ্বকাপ ভেন্যু থেকে দু’বার দেশে ফিরেছেন লিটন কুমার দাস সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিতে। তাঁর দেশে ফেরার পথে বাধা হয়ে দাঁড়ায়নি জাতীয় দল ম্যানেজমেন্ট বা বিসিবি। বিশ্বকাপ থেকে দেশে ফিরে পরিবারকে সময় দিচ্ছেন তিনি।

বুধবার জানা গেল, নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন লিটন। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এ ব্যাপারে আজ তাঁর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন।

পারিবারিক কারণে লিটনকে ছুটি দেওয়া হলে কিউইদের বিপক্ষে অনভিজ্ঞ ওপেনিং জুটি নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। জাকির হাসান, মাহমুদুল হাসান জয়রাই সে ক্ষেত্রে ভরসা। মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের দিয়ে টেস্টের ব্যাটিং অর্ডার ঠিক করা গেলেও ভালো মানের পেস বোলিং ইউনিট পাচ্ছে না।

খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদকে রাখা হতে পারে স্কোয়াডে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম টেস্টে অটো চয়েস। বাংলাদেশ আগামী ২৮ নভেম্বর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে।