বিশেষ প্রতিনিধি। ০৪ জানুয়ারি ২০১৭।

ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে আজ বুধবার সন্ধ্যায় বিয়ানীবাজার ক্রিকেট লীগ বিসিএল এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার জাবেদ ওমর বেলিম ও সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম জার্সি ও ট্রপি উন্মোচন করেন। প্রধান অতিথি সিলেট ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম বিসিএল এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

প্রথম পর্বে বিসিএল চেয়ারম্যান জুনেদ খানের সভাপতিত্বে এবং ধারা ভাষ্যকার মাছুম আহমেদ, লোকমান খন্দকার ও ইমরানের যোথ পরিচালনায় প্রধান বক্তা বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন চন্দন কুমার চক্রবর্তী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, শিক্ষক আব্দুল হাসিব, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সাবেক ক্রিকেটার মাথিউরা ইউপি চেয়ার‌ম্যান শিহাব উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক নূরুল হক, আবুল হোসেন খছরু, বিয়ানীবাজার নিউজ ২৪ এর সম্পাদক আহমেদ ফয়সাল, মতিন গ্রুপের পরিচালত লুৎফুর রহমান প্রমুখ। ।

[image link=”http://www.beanibazarnews24.com/wp-content/uploads/2017/01/BCL-2.png” img=”http://www.beanibazarnews24.com/wp-content/uploads/2017/01/BCL-2.png” caption=” বিসিএল এর উদ্বোধন অনুষ্ঠানের দর্শকদের একাংশ “]

দ্বিতীয় পর্বে বিসিএল টুর্নামেন্টের পরিচালক সুবেল আহমদ, মুখছিলুর রহমান ছোটন অতিথিদের নিয়ে ডিজে সঙ্গীত মুর্ছনায় ১২টি দলের জার্সি উন্মোচন করেন। জার্সি উন্মোচন পর্বে শেষে জাবেদ ওমর বেলিম ও আশরাফুল ইসলাম আয়োজকদের নিয়ে টুর্নামেন্টের ট্রপি উন্মোচন করেন।

দ্বিতীয় পর্বে শুরুতে টুর্নামেন্ট চেয়ার‌ম্যান জুনেদ খান পায়রা উড়িয়ে টুর্নামেন্ট’র সফল সমাপ্তি কামনা করেন।