তুমি ইচ্ছা করেছিলে,
জন্মেছি মাতাল
পুনরায় ইচ্ছা কোরে দ্যাখো
কত সহজেই মরে যেতে পারি
অপেক্ষার ব্যাধিটুকু মন্দ নয়:
চাঁদডোবা জলে স্নান সেরে
জোনাকি ফুটেছি;
অন্ধকারে
আলপনা আঁকতে আঁকতে
নিভে যাচ্ছে যাবতীয় আলো!
তুমি ইচ্ছা করেছিলে,
জন্মেছি মাতাল
পুনরায় ইচ্ছা কোরে দ্যাখো
কত সহজেই মরে যেতে পারি
অপেক্ষার ব্যাধিটুকু মন্দ নয়:
চাঁদডোবা জলে স্নান সেরে
জোনাকি ফুটেছি;
অন্ধকারে
আলপনা আঁকতে আঁকতে
নিভে যাচ্ছে যাবতীয় আলো!