বিয়ানীবাজারের দক্ষিণ মাথিউরাস্থ জালালিয়া মহিলা আলিম মাদরাসায় এক প্রবাসী গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হামিদুর রহমান।
মাওলানা বদরুল ইসলামের পরিচালনায় সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতি ইতালির সম্মানিত সভাপতি মো. ইকবাল হোসাইন এবং সংবর্ধিত বিশেষ অতিথি ছিলেন আনজুমানে আল ইসলাহ ইতালির কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান মনাফ, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. কামাল হোসেন আল মাথহুরী, মাওলানা আব্দুর রাজ্জাক, মাস্টার ফারুক আহমেদ সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
জান্নাতুন নাঈমের তিলাওয়াত ও লিজা আক্তারের নাতে রাসুল (সা.) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আলিম পরীক্ষার্থী ওয়াহিদা বেগম। এছাড়াও এসময় অতিথিদের ফুল দিয়ে বরণ করেন এবং ক্রেস্ট প্রদান করা হয়।
অতিথিবৃন্দ মাদরাসার উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় সহযোগিতা করে যাবেন বলে আশ্বাস প্রদান করেন। পরিশেষে মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. কামাল হোসেন আল মাথহুরীর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।