এলাকার অসহায়, দুঃস্থ পরিবারের মুখে হাসি ফুটাতে বরাবরের মতো এবারও এগিয়ে এসেছে জামাল এন্ড জহুরা ফাউন্ডেশন। অতিতের ধারাবাহিকতা ধরে রেখে পবিত্র মাহে রমজানে দ্বিতীয় দফায় শতাধিক পরিবারকে দেয়া হয়েছে ইফতার ও ঈদের খাদ্য সামগ্রী। রোববার দুপুরে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা পশ্চিমপার গ্রামের দুলভ খা গুষ্টির নয়াবাড়িতে এসব খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

বিশিষ্ট ক্রীড়া ও সামাজিক সংগঠক প্রয়াত জামাল উদ্দিনের স্মৃতি রক্ষার্থে জামাল এন্ড জহুরা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা করা হয়েছে। সংগঠনের দায়িত্বশীল ও পরিবারের প্রবাসী এবং শুভানুদ্ধায়ীদের অর্থায়নে এলাকার অসহায় দরিদ্র মানুষের কল্যাণ সাধন করাই এ সংগঠনের মূল লক্ষ্য।

দায়িত্বশীলরা জানান, ২০১৮ সাল থেকে এ সংগঠনের মাধ্যমে অসহায় পরিবারের পাশে দাড়ানোসহ ক্রীড়া ও শিক্ষাক্ষেত্রে অবদান রাখছে জামাল এন্ড জহুরা ফাউন্ডেশন।

জামাল এন্ড জহুরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আজহার উদ্দিনের সভাপতিত্বে ও সমাজ সেবক আব্দুশ শুকুর কুরাইশীর সঞ্চালনায় ইফতার ও ঈদের উপহার সামগ্রি বিতরনে উপস্থিত ছিলেন প্রবীন মুরব্বি আব্দুর রব কচির আলী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী আব্দুর রাজ্জাক, মাথিউরা ইউনিয়ন পরিষদের সদস্য আলতাফ হোসেন, বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি সুয়াইবুর রহমান স্বপন সহ সংগঠনের দায়িত্বশীলরা।

জামাল এন্ড জহুরা ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অতিথিরা বলেন, ধারাবাহিকতা ধরে রেখে এমন মহতী উদ্যোগ অন্যদের জন্য দৃষ্ঠান্ত।

দায়িত্বশীলরা জানান, এলাকার অসহায় পরিবারের মধ্যে চলতি রমজান মাসে তৃতীয় দফা খাদ্য সামগ্রি বিতরণ করবে জামাল এন্ড জহুরা ফাউন্ডেশন।