সিলেট-৬ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ সেলিম উদ্দিন বলেছেন, দীর্ঘদিন থেকে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজাবাসী কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। রাস্তাঘাটের দিকে তাকালে মনে হয় যেন এ দুই উপজেলায় কোন জনপ্রতিনিধি নেই।

শনিবার রাতে বিয়ানীবাজারের বৈরাগীবাজারে আয়োজিত নির্বাচনী সভায় প্রধানর বক্তব্য প্রদানকালে সাবেক এই এমপি সিলেট-৬ আসনে নির্বাচিত হলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার কেন বিরোধী দলের নেতাকর্মীরা মিথ্যা মামলা বা হয়রানির শিকার না হওয়ার প্রতিশ্রুতি দেন ।

পিতা সেলিম উদ্দিনের পক্ষে কাজ করার জন্য দেশে এসেছেন পুত্র আরহাম ইব্রাহিম লোদী৷ তার পিতাকে বিজয়ী করার জন্য ভোট চাইলেন তিনি।

কুড়ারবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুহিবের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন লন্ডন মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি শামসুল হক, হাইকোর্টের এডভোকেট খন্দকার ফিরোজ আহমদ, সিলেট মহানগর জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, বিশিষ্ট রাজনীতিক আব্দুর রব কছির আলী, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আজিজুল ইসলাম লুকু, শিক্ষানুরাগী এফাজ উদ্দিন, উপজেলা যুব সংহতির আহবায়ক মুকিত খান, পৌর জাতীয় পার্টির সাবেক আহবায়ক শামসুদ্দিন রানা ও যুগ্ম আহবায়ক আব্দুল খালিক, উপজেলা জাতীয় পার্টির সদস্য করিম উদ্দিন, জাকারিয়া আহমদ, জসিম উদ্দিন সেলিম ও জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় সদস্য শফিউর রহমান, উপজেলা জাতীয় ছাত্র সমাজ নেতা আবু তাহের খান, আব্দুল আলিম সুমেল ও জাকারিয়া আহমদ সহ আরো অনেকে।

এর আগে এদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের দেউলগ্রাম, শাহজালাল বাজার, গোবিন্দ্রশ্রী, ফাঁড়িরবাজার, আঙ্গুরা ও কুড়ারবাজারে লাঙ্গল প্রতীকের প্রার্থী সেলিম উদ্দিনের সমর্থনে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।