জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা যুবদল ও ছাত্রদল মূলধারা গ্রুপের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে র‍্যালিটি বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস এলাকায় মিলিত হন নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম মুন্না ও বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শহিদুল ইসলাম এর যৌথ পরিচালনায় এবং উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ হানিফ ও আবু ফাইম ইমন এর সার্বিক ব্যবস্থাপনায় অলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাবেদ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ফ্রান্স প্রবাসী আনোয়ার হোসেন লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এনামুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ ও আখতার হোসেন লিমন, উপজেলা যুবদল নেতা আজহার উদ্দিন রাজিন, কুড়ার বাজার ইউনিয়ন জাসাসের সভাপতি জয়নুল ইসলাম, উপজেলা যুবদল নেতা খাইরুল ইসলাম, অলিউর রহমান, তারেক আহমদ, বাপ্পি ইসলাম, ছামাদ আহমদ, আমিন আহমদ ও জাবেদ আহমদ, কলেজ ছাত্রদল নেতা মাহফুজ, রাহিম, মাবিয়া, সাইদ, ইমন, রাহেল, নাঈম নাহিদ, তানভীর, সাহেদ, সুজেল, আবু এহসান, আলমান, সাহান, সাকিব, হাসান, রায়হান, কাইয়ুম, আবিদ, রাহি, রাফি সহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।