জমকালো আয়োজনে বিয়ানীবাজারের মোল্লাপুরে সিক্স স্টার নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটি সংগ্লন মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইন্ক এর সাবেক স্পোর্টস সেক্রেটারী আতিকুর রহমান হেলাল। উদ্বোধনী ম্যাচে মাথিউরা ফুটবল দলের মুখোমুখি হয় বন্ধু মহল ফুটবল দল ছোটদেশ। টানটান উত্তেজনা পূর্ণ খেলা গোল শূণ্য ড্র হয়। পরে ট্রাইবেকারে জয়লাভ করে বন্ধু মহল ফুটবল দল ছোটদেশ।

মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির সাবেক সভাপতি শামীম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস ও সাংগঠনিক সম্পাদক তাজবির আহমদ’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইন্ক এর সাবেক স্পোর্টস সেক্রেটারী ও মোল্লাপুর সোসাইটির ইউএসএ ইনক্ এর ট্রেজারার আতিকুর রহমান হেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির উপদেষ্ঠা শাফিক আহমদ, বিয়ানীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রহমান আফজল, আরব ও আমিরাত প্রবাসী দেলোয়ার হোসেন, সাবেক কৃতি ফুটবলার কামাল আহমদ, মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির সাবেক সভাপতি আশরাফুল আলম রিমন, সভাপতি আক্তার হোসেন, কোষাধ্যক্ষ শাকরান হোসেন, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক শাহরিয়ার শাহান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খেলা পরিচালনা কমিটির সদস্য আব্দুল করিম সাজু ও মারওয়ান আহমদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার প্রবাসী দেলোয়ার হোসেন রাজু, আরব আমিরাত প্রবাসী সরওয়ার হোসেন, সামাজসেবী জাহাঙ্গীর আলম, মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির ক্রীড়া সম্পাদক সিদ্দিকুর রহমান, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক ময়নুল ইসলাম, সহ-ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক হাসান আহমদ, সদস্য আবিদ হোসেন সহ আরো অনেকে।

টুর্নামেন্টটিতে প্রথম পুরষ্কার হিসেবে রয়েছে একটি ফ্রিজ ও দ্বিতীয় পুরষ্কার হিসেবে রয়েছে একটি খাসী। আগামী ২০ই জানুয়ারি পর্যন্ত দল অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে বলে জানান খেলার আয়োজকবৃন্দ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির দ্বায়িত্বে রয়েছেন সাইফুল ইসলাম সাদি, রুহান আহমদ, মারওয়ান আহমদ, মাছুম আহমদ, আব্দুল করিম সাজু, আদনান আহমদ এবং আরিফ আহমদ মাহি।