বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী (জনবীমা)র ২জন গ্রাহক পূর্ণ মেয়াদের পূর্বে মৃত্যু বরণ করায় ইন্সুইরেন্স কোম্পানী পুরো টাকা গ্রাহকের পরিবারে হস্তান করেছে রবিবার দুপুর ২টায় আনুষ্ঠানিক ভাবে চারখাই পশ্চিম বাজারে সোনালী মার্কেট এর দ্বিতীয় তলায় ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী (জনবীমা)র নিজস্ব শাখায় গ্রাহকের পরিবারের সদস্যদের নিকট চেক হস্তান্তর করা হয়।

যানা যায় পাঁচ বছর মেয়াদি বীমা করে একজন গ্রাহক মাত্র ৬টি কিস্তি পরিশোধ করে মৃত্যু বরণ করেন, তিনি মৃত্যু বরণের পর ইন্সুইরেন্স কোম্পানী গ্রাহকের নমিনির হাতে নিয়ম অনুযায়ী পূর্ণ টাকা ৩লক্ষ ৬৫হাজার ৮০০ টাকার চেক হস্তান্তর করে।
চারখাই শাখায় ২জন গ্রাহকের নমিনির নিকট প্রায় সাড়ে ৭লক্ষ টাকার চেক একই সাথে প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিএআই এরিয়া প্রধান সিলেটের মোহাম্মদ মুস্তফা খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক গৌছ উদ্দিন জকিগঞ্জের জোন প্রদান সুরঞ্জন মল্লিক, এজিএম বাবুলাল বিশ্বাস, চারখাইয়ের ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল আহাদ চৌধুরী,চারখাই শাখার গ্রাহক বৃন্দ ও অফিস সহকারি প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্ম মোস্তফা খান বলেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির চল্লিশ বছর রানিং থাকা কালিন এখন পর্যন্ত সম্মানের সাতে গ্রাহক সেবা প্রধান করে আসছে। বাংলাদেশের ৩৬টি বীমা কোম্পানির মধ্যে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি সর্ব সেরা সার্ভিস প্রদান করে যাচ্ছে। প্রতিটি শাখার যেখানে সাইনবোর্ড টাঙ্গানো হয়েছে আজ অবধি সেই অফিস বহাল রয়েছে কোন গ্রাহকের সাথে প্রতারণা করে পালিয়ে যাওয়ার নজির নেই। সে জন্য বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে সেরা পুরস্কার গ্রহণ করেছে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী। তাই তিনি ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির উপর আস্তা রেখে বীমা গ্রহণের পরামর্শ প্রধান কারেন।
অনুস্টানে চেক হস্তান্তর অনুষ্ঠানের চারখাই শাখা ম্যানেজার আব্দুল আহাদ চৌধুরী সহ কোম্পানির কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন।

মৃত্যুবরণকারী গ্রাহকের নমিনীরা কোম্পানির দেওয়া চেক পেয়ে আনন্দিত হয়েছেন সঞ্চয়ের টাকা পরিবারের উপকারে লাগবে বলে জানিয়েছেন।