দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি বিনষ্টের সুস্পষ্ট অভিযোগে প্রেক্ষিতে জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সালামকে পদ থেকে অব্যাহতি ও সাময়িক বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মোর্শেদ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

আব্দুল সালামকে কেন সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না এই মর্মে আগামী ৭ দিনের মধ্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব এর নিকট স্বশরীরে উপস্থিত হয়ে অভিযোগের সুস্পষ্ট জবাব দেওয়ার জন্য অনুরোধসহ নির্দেশ প্রদান করা হইল।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।