বন্যা কবলিত ২ উপজেলা জকিগঞ্জ ও কানাইঘাটে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (৫ জুন) সকাল আটটায় ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের এই ভোটগ্রহণ শুরু হয়।বিকেল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
জানা যায়, সিলেটের ১৩টি উপজেলার মধ্যে বর্তমানে ১০টিতে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। কয়েকটি উপজেলা থেকে বন্যার পানি অনেকটা নেমে গেলেও জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চল এখনো প্লাবিত রয়েছে। বন্যার কারণে কয়েকটি ভোটকেন্দ্র পরিবর্তন করা হয়েছে।
জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী জকিগঞ্জ উপজেলার ২ লাখ ৬৭ হাজার ৩০৯ জন মানুষের মধ্যে বন্যায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ১৪৭ জন। চারশোর উপরে লোকজন এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। আর কানাইঘাটের বাসিন্দা ৩ লাখ ১৭ হাজার ৫৭৪ জনের মধ্যে বন্যা আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৬১০ জন। মঙ্গলবার (৪ জুন) থেকে সুরমা নদীর পানি কানাইঘাট ও কুশিয়ারার পানি আমলসীদ (জকিগঞ্জ) পয়েন্টে বৃদ্ধি পেলেও পূর্ব নির্ধারিত তারিখে নির্বাচন করতে অনঢ় নির্বাচন কমিশন। দুই নদীর পানিই বর্তমানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় দুই উপজেলায় ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করছেন সচেতন মহল।
নির্বাচন কমিশন সূত্র জানায়, কানাইঘাট উপজেলায় ২ লাখ ৮ হাজার ৯৯৯ জন ভোটারের মধ্যে ১ লাখ ১২ হাজার ১১৫ জন পুরুষ ও ১ লাখ ৬ হাজার ৭৮৪ জন নারী। জকিগঞ্জে ১ লাখ ৯১ হাজার ৫১৩ জন ভোটারের মধ্যে ৯৯ হাজার ২২৫ জন পুরুষ ও ৯২ হাজার ২৮৮ জন নারী। বন্যা পরিস্থিতি বিবেচনায় জকিগঞ্জের ৫টি ও কানাইঘাটের ৪টি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জকিগঞ্জে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কানাইঘাট উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যন পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন নির্বাচন করছেন।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে আজ বুধবার সিলেট বিভাগের ৭টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- সিলেট জেলার জকিগঞ্জ ও কানাইঘাট, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ, সুনামগঞ্জ সদর ও মধ্যনগর এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর।