মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় আগামী ডিসেম্বরের মধ্যে জকিগঞ্জ উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সভা বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি এ কে এম ফয়সাল। সভা সঞ্চালন করেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
সভায় অংশ নেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আব্দুল আহাদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, আব্দুস ছাত্তার, জুলকারনাইন লস্কর, আব্দুল হক, মাওলানা আফতাব আহমদ, মহসিন মর্তুজা চৌধুরী টিপু, আলতাফ হোসেন লস্কর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ ফরিদ, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক দেলোয়ার হোসেন, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আতাউর রহমান।