জকিগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১ জানুয়ারি) জকিগঞ্জ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শরীফগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে।
তার নাম তানিম হোসেন (২৯)। তিনি জকিগঞ্জ থানার সুলতানপুর গ্রামের গৌছ উদ্দিনের ছেলে।
জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালে বিয়ানীবাজার থানাধীন চারখাই বাজার পয়ন্টে চেকপোস্ট স্থাপন করে তানিককে মাদকসহ গ্রেফতার করে বিয়ানীবাজার থানা পুলিশ।
বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দণ্ডিত করেন। গ্রেফতারকৃত তানিমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।