জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের দুই কিশোর নিহত সিলেটের জকিগঞ্জে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী কিশোর নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুজন।

দুর্ঘটনাটি মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের মানিকপুর ইউপির কালিগঞ্জ বাল্লাহ এলাকায় ঘটে।

নিহত দুই কিশোর হলো-সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নের দর্পনগর পূ্র্ব খরচটি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (১৬) ও একই ইউনিয়নের মানিকপুর গ্রামের এবাদুর রাহমানের ছেলে মারজান আহমদ (১৭)।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কানাইঘাট উপজেলার দর্পনগর পশ্চিম গ্রামের আশিক আহমেদের ছেলে সৌরভ আহমদ (১৯) ও জকিগঞ্জের সুলতানপুর ইউপির সুলতানপুর গ্রামের ময়নুল ইসলামের ছেলে শুভ আহমদ (২২)। এ দুজনকে

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, ঘটনার সময় একটি মোটরসাইকেলে তিন কিশোর জকিগঞ্জ থেকে কানাইঘাটের দিকে যাচ্ছিলো এবং শুভ নামের আরেক মোটরসাইকেল আরোহী বাল্লা গ্রামের রাস্তা থেকে মূল সড়কে উঠতে গেলে দুটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটে এবং আরোহী সবাই ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর ও মারজানকে মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোরসহ চারজন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর জাহাঙ্গীর ও মারজান নামের দুই কিশোরকে মৃত ঘোষণা করা হয়। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে।