এরশাদ আম্বিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এর উদ্যোগে দেশ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার, ত্রাণ ও আর্থিক সহযোগিতার ধারাবাহিকতায় ৫ম ধাপে সিলেটের জকিগঞ্জে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।
ব্যারিস্টার সুমনের ত্রাণ কার্যক্রমের সমন্বয়ক ও প্রকল্প পরিচালক মো. আহসান হাবীবের তত্ত্বাবধানে শুক্রবার (২২ জুলাই) জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের নূরানি মাদ্রাসায় পানিবন্দি শতাধিক পরিবারকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মাহতাব আহমদ লস্কর ও স্বাস্থ্যকর্মী সেফা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন সুলতানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান (মুজিব মেম্বার),জকিগঞ্জ থানার এএসআই লব কুমার, জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক মুন্নাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ডা. মাহতাব আহমদ লস্কর জানান, জকিগঞ্জে শতাধিক পরিবারের শিশুসহ বড়দের জ্বর, ডায়রিয়া এবং পানিবাহিত নানা রোগের চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ত্রাণ কার্যক্রমের সমন্বয়ক ও প্রকল্প পরিচালক মো. আহসান হাবীব জানান, সিলেট ও সুনামগঞ্জে বন্যার শুরু থেকে বন্যার্তদের সহযোগিতা করা হচ্ছে। ইতিপূর্বে সিলেট ও সুনামগঞ্জের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে ত্রাণ সহায়তা প্রদান, শুকনো খাবার বিতরণসহ নানা ধরণের সহযোগিতা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট ও সুনামগঞ্জের প্রত্যেক উপজেলার ইউনিয়নগুলোতে গুরুত্ব বুজে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ করা হবে।