বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্বামী মারা যাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সেগুন বেগম (৩০) নামের এক নারী।
তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের কামরুল ইসলাম কালার স্ত্রী।

আজ রোববার সকালে স্বামীর শোকে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এর আগে গতকাল শনিবার ভোরে বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার স্বামী কামরুল ইসলাম (৪০) নিহত হন।
সেগুন বেগমের বাবা আকরম আলী জানান, গতকাল স্বামীর মৃত্যুর শোকে ভেঙে পড়েন সেগুন বেগম। আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৫ বছর আগে কামরুল ও সেগুনের বিয়ে হয়েছিল। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানান আকরম আলী।