জকিগঞ্জে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে গণধোলাই দিয়েছেন গ্রামবাসী।
জনতার হাতে আটক হওয়া ওই ব্যক্তি সিলেটের ওসমানীনগর উপজেলার গুলকাপন গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে শুক্কুর আলী (৪৮)।
শুক্রবার রাত তিনটার দিকে বারঠাকুরী ইউপির দিঘালীগ্রাম থেকে স্থানীয়রা তাকে আটক করে। এর কিছু সময় আগে একই গ্রামের প্রবাসী আবদুল কাইয়ুমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আড়াইটার দিকে একদল ডাকাত প্রবাসী কাইয়ুমের বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার মুঠোফোনসহ প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতি করে যাওয়ার সময় পথিমধ্যে ডাকাতরা উত্তরকুল গ্রামের জামাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ গাড়ীর আটকাইয়া তার সাথে থাকা নগদ টাকাসহ তার মোবাইল নিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ডাকাতির বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। পরে শুক্কুর আলী নামের একজনকে আটক করে গণধোলাই দেন স্থানীয় জনতা। আটককৃতকে পুলিশের কাছে সোপর্দ করার পর তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে, ডাকাতির ঘটনায় দীঘালী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল জব্বার জকিগঞ্জ থানায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞানামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা করেছেন। ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ তরফদারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রিপন চন্দ্র দাস বলেন, মামলা দায়েরের পর আটককৃত শুক্কুর আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।